Tuesday, June 5, 2012

কোথায় করবেন আউটসোর্সিং এর কাজ ?

বাংলাদেশে ইদানিং আউটসোর্সং নিয়ে খুব বেশি মাতামাতি হচ্ছে কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে এখনো আমাদের দেশের মানুষ ঠিক কিভাবে আউটসোর্সিং এর কাজ করা যায় কোথায় করা যায় তা নিয়ে স্পষ্ট ধারনা পাচ্ছে না আবার ভুল দিক নির্দেশনার ফাঁদে পড়ে অনেকে আউটসোর্সিং সম্পর্কে অনেক ভ্রান্ত ধারনা পোষন করেন আসলে আউটসোর্সিং কোন অবাস্তব বিষয় নয়, সঠিক ভাবে কাজ করতে জানলে এবং সততার সাথে কাজ করার মানসিকতা থাকলে যে কেউ এই সেক্টরে সফল হতে পারে আউটসোর্সিং এর মানে হল ''ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয় নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে যারা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী''

কাজ পাবেন যেখানে ?
আউটসোর্সিংয়ের কাজ পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট আছে আবার ভুয়া সাইটও বের হয়েছে ফলে সতর্ক হয়েই কাজ শুরু করতে হবে আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো www.odesk.com, www.freelancer.com, www.elance.com, www.getacoder.com, www.guru.com, www.vworker.com, www.scriptlance.com ইত্যাদি

1 comment:

  1. Mechelia Mechelia Meezine 2 - TITanium Art - iTanium
    Mechelia Meezine 2 - TITanium Art titanium uses · Mechelia nano titanium babyliss pro Meezine 2 nano titanium - TITanium Art · TITanium Art · TITanium Art · TITanium titanium nipple barbells Art · TITanium Art · titanium easy flux 125 amp welder TITAMIC · TITAMIC

    ReplyDelete